কিছুদিন আগে ডায়মন্ড হারবারে বিচারক আবাসনে রাতের অন্ধকারে ইলেক্ট্রিক সাপ্লাই বন্ধ করে কিছু দুষ্কৃতি ক্রমাগত তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সেই প্রতিবাদে রানাঘাটে ল ক্লার্কদের প্রতিবাদ মিছিল। রানাঘাট শহর জুড়ে চলবে এই ‘ধিক্কার’ মিছিল।
কিছুদিন আগে ডায়মন্ড হারবারে বিচারক আবাসনে রাতের অন্ধকারে ইলেক্ট্রিক সাপ্লাই বন্ধ করে কিছু দুষ্কৃতি ক্রমাগত তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সেই প্রতিবাদে রানাঘাটে ল ক্লার্কদের প্রতিবাদ মিছিল। রানাঘাট শহর জুড়ে চলবে এই ‘ধিক্কার’ মিছিল। ল ক্লার্কদের মতে বিচারমণ্ডলী একটা অন্যতম স্তম্ভ দেশের। কিন্তু আজ এই স্তম্ভে হাত পড়ছে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি ল ক্লার্কদের।