৩৮০ টাকায় তৈরি হচ্ছে আধার কার্ড তৈরি, পুলিশের জালে ভুয়া কার্ড চক্র

Published : Dec 21, 2024, 11:40 AM IST
Baal Aadhar Card Update

সংক্ষিপ্ত

পূর্বস্থলীতে ৩৮০ টাকায় আধার কার্ড তৈরির অভিযোগে একটি সেন্টার থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনুমোদনহীনভাবে আধার কার্ড তৈরির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ফের এক বড় চক্র ধরা পড়ল পুলিশের জালে। মাত্র ৩৮০ টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার নামে বসেছিল এক ক্যাম্প। শেষে সেখান থেকে ২ জনকে আটক করল পুলিশ। পাশাপাশি বন্ধ করে দেওয়া হল সেন্টার।

পূর্বস্থলী দু নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় একটি দোকানে ৩৮০ টাকার বিনিময়ে শিশু ও বড়দের আধার কার্ড তৈরি করে দিতে বলেছিল একটি সেন্টার।

খবর যায় পুলিশের কাছে। সন্দেহ হতেই পুলিশ সেখানে হানা দেয়। সেই সেন্টার বৈধ কি না, তাদের অনুমোদন আছে কি না জানতে চাওয়া হয়। অসঙ্গতি দেখে পুলিশ সেন্টার বন্ধ করে দেয়। সেখান থেকে দুজনকে গ্রেফতার করে। সহদেব বিশ্বাস ও রাজেশ শেখ। তাদের আটক করা হয়েছে পূর্বস্থলী থানাতে। বহু গ্রাহকের আধার কার্ড তৈরি করতে ভিড় জমিয়েছিল সেন্টারে। তাদের ফিরিয়ে দেওয়া হয়। তারা ৩৮০ টাকায় তৈরি করে দিচ্ছিত আধার কার্ড। পুলিশের জালে ধরা পড়ে বড় চক্রী।

জানা গিয়েছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সতর্ক প্রশাসন। সীমান্তবর্তী একালাগুলোতে চলছে কড়া নজরদারি। বাংলার মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জেএমবি-র সন্দেহে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। লালবাজার থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সতর্ক প্রশাসন। সীমান্তবর্তী এলালাগুলোতে চলছে কড়া নজরদারি। বাংলার মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জেএমনবি-র সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতে ঢুকতে এদেশের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এমনকী পাসপোর্টও বানিয়ে ফেলছে বাংলাদেশিরা।

 

PREV
click me!

Recommended Stories

হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে