
Suvendu Adhikari on DA Case Verdict : ২৫% মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বাম সরকার ২ লক্ষ কোটি ঋণ রেখে গিয়েছিল, আর বর্তমান মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৭ লক্ষ কোটিতে নিয়ে গেছেন।
Suvendu Adhikari on DA Case Verdict : ২৫% মহার্ঘ ভাতা প্রদানের সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাম সরকার ২ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছিল, আর বর্তমান মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৭ লক্ষ কোটি টাকায় পৌঁছে দিয়েছেন। তাঁর অভিযোগ, এই সরকার কার্যত রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে। অধিকারী আরও বলেন, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীর বক্তব্য গুরুত্ব পায়নি, যা স্পষ্টভাবে রাজ্য সরকারের আর্থিক অযোগ্যতাই তুলে ধরে। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।