SIR-এর শুনানি নিয়ে 'প্রবল চাপে' মৃত্যু মহিলার! কাঁথিতে বিতর্কে TMC-BJP

Published : Jan 22, 2026, 07:04 PM IST
West Bengal SIR Fear Over Notice Allegedly Pushes Uttar Dinajpur Man to Suicide

সংক্ষিপ্ত

SIR: এসআই আর আতঙ্কে মৃত্যু কাঁথিতে, দাবি মৃতের পরিবার ও তৃণমূল নেতৃত্বের। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী'র। অভিযোগ অস্বীকার বিজেপির 

কাঁথি দু নম্বর ব্লকের বসন্তীয়ার মত্তক এলাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক মহিলার। পরিবার ও তৃণমূলের দাবি SIR- এর কারণে এমনটা হয়েছে। কারণ ওই মহিলার দুই ছেলে ও এক মেয়ের নামে নির্বাচন কমিশন থেকে নোটিশ আসে। যা নিয়ে মহিলা রীতিমত উদ্বেগে ছিলেন। স্থানীয়দের কথায় নির্বাচন কমিশনের নোটিশ নিয়ে তিনি উদ্বেগের কথা প্রতিবেশীদের জানিয়ে ছিলেন। এই টেনশন থেকেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই মহিলার। তেমনই দাবি স্থানীয়দের। এলাকার তৃণমূল কংগ্রেস নেতারাও একই কথা বলছেন। মৃতের নাম শামসুনা বিবি। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকস্তব্ধ হয়ে পড়েন।

জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ জানা বলেন- 'ক্ষমতায় আসার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে এসআইআর এর নামে হ্যারাসমেন্ট করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।' তিনি আরও জানিয়েছেন, গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।

 

কাঁথির বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে যে কোন প্রকারে এস আই আর কে বন্ধ করার জন্য। এই ঘটনা সঙ্গে এসআইআরকে যুক্ত করে দেওয়া হচ্ছে। একটা স্বাভাবিক মৃত্যুকে এস আই আর যুক্ত করে আতঙ্ক মৃত্যু বলে তৈরি করছে। বিডিও তো স্থানীয় তৃণমূল নেতার কথা শুনে চলে। উনিতো যাচাই করে নোটিশ করবে। ভিডিওর কি এই বিষয়ে সম্বন্ধে তার কোন ধারনা নেই। আপনাদের স্বরূপ মানুষ বুঝে গেছে আপনাদের ওই মিথ্যেবাদী ডায়লগ মানুষ বুঝে গেছে।

 

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একাধিকবার নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। সম্প্রতি এসআইআর-এর শুনানি প্রক্রিয়া চলছে। যা নিয়ে রাজ্যের একাধিক মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। সেখানে নথি নিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: SIR নিয়ে মহম্মদ শামির উদাহরণ টেনে বড় কথা বললেন শমীক ভট্টাচার্য, দেখুন
বিজেপি'র জেতা গ্রামে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! কড়া পদক্ষেপ নিল ৭ হাজার মহিলা, কী হল দেখুন