মালদহের হরিশ্চন্দ্রপুরে যাত্রী বোঝাই টোটো উল্টে মর্মান্তিক দুর্ঘটনা । ঘটনাস্থলে মৃত্যু এক গৃহবধুর, অল্পের জন্য রক্ষা পেল তার দুই সন্তান ।
মালদহের হরিশ্চন্দ্রপুরে যাত্রী বোঝাই টোটো উল্টে মর্মান্তিক দুর্ঘটনা । ঘটনাস্থলে মৃত্যু এক গৃহবধুর, অল্পের জন্য রক্ষা পেল তার দুই সন্তান। গৃহবধূর অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা | দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ | জানা যায় বিয়ে বাড়িতে ভোজ খেতে যাওয়ার পথে টোটো উল্টে এই মর্মান্তিক দুর্ঘটনা