
'মাননীয়া কার প্ররোচনায় ওঁরা হিন্দুদের বাড়ি ঘর লুটপাট চালাচ্ছে?, প্রশ্ন তুলে গর্জে উঠলেন দেবশ্রী চৌধুরী।
মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুললেন দেবশ্রী চৌধুরী। 'মাননীয়া কার প্ররোচনায় ওঁরা হিন্দুদের বাড়ি ঘর লুটপাট চালাচ্ছে?, প্রশ্ন তুলে গর্জে উঠলেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ তুললেন 'মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ২ বানাতে চায়'।