রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হেফাজতে নিয়েছে দেগঙ্গা ব্লক ওয়ান কাউকেপাড়ার বাসিন্দা তৃণমূলের সভাপতি আনিসুর রহমানকে। এবার আনিসুর গ্রেফতার হতেই ভাইরাল এক ভিডিও ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।
রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হেফাজতে নিয়েছে দেগঙ্গা ব্লক ওয়ান কাউকেপাড়ার বাসিন্দা তৃণমূলের সভাপতি আনিসুর রহমানকে। এই কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তার দাদা বেড়াচাপার চালকল মালিক আলিফ নুর রহমান ওরফে মুকুলেও। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ও কালীঘাটের আস্থাভাজন দেগঙ্গার এই নেতৃত্বের উপরই দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূল কংগ্রেস সংগঠনের দায়িত্ব ভার অর্পণ করা হয়েছিল। দেগঙ্গা এলাকায় আনিসুরই হয়ে উঠেছিল একচ্ছত্র অধিপতি। তবে এবার আনিসুর গ্রেফতার হতেই ভাইরাল এক ভিডিও ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।