Delhi Crime News : দিল্লির বাহাদুর শাহ মার্গ এলাকায় বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বিহারের চার দুষ্কৃতী। নিহতরা খুন, বেআইনি অস্ত্র রাখাসহ একাধিক মামলার অভিযুক্ত ছিল। ঘটনায় যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চলছে।