Weather News: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে শক্তিশালী ঘুর্ণাবর্ত, তীব্র গরমের অস্বস্তি আর কতদিন?
একটানা বৃষ্টি বিরাম নিতেই হু হু করে বেড়ে গেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে স্বস্তির খবর।
Sahely Sen | Published : Sep 28, 2023 1:15 AM IST / Updated: Sep 28 2023, 07:23 AM IST
নাগাড়ে বৃষ্টি হওয়ার পর দক্ষিণবঙ্গের আকাশ শুষ্ক, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে চড়া রোদের সঙ্গে তেড়ে গরম। সেই অস্বস্তিতে স্বস্তি মিলতে পারে সপ্তাহের শেষেই।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গে আবহাওয়াজনিত অস্বস্তি বজায় থাকলেও শনিবারের পর থেকে আবার উপকূলীয় জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের আকাশও শুষ্ক থাকবে বলেই আশা করা হচ্ছে। সপ্তাহের শেষ পর্যন্ত পার্বত্য বঙ্গের আবহাওয়া থাকবে মনোরম।
শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সপ্তাহের উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।