বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্বৈরতন্ত্রের অভিযোগ আনলেন বহিষ্কৃত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য । তিনি জানান বিশ্বভারতীর সমাবর্তনে নিচুতলার কর্মীদের প্রবেশাধিকার দেওয়া হয়নি ।
ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অমর্ত্য সেন। তিনি সঠিক বিশ্লেষণ করেছেন। তাঁকে ধন্যবাদ জানিয়েছি। আমরা যারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তারা প্রতিনিয়ত স্বৈরতন্ত্রের বিষয়টি বুঝতে পারছি। বিশ্বভারতীর সমাবর্তনে নিচুতলার কর্মীদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। এটা শ্রেণিবৈষম্য', বললেন বিশ্বভারতীর বহিষ্কৃত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।