দীঘার বাজারে দানবাকৃতি মাছ। ১১০ কেজি ওজনের বিশাল আকৃতির কই ভোলা। উড়িষ্যার পারাদ্বীপ থেকে দীঘার বাজারে এসেছে মাছটি। এত বড় মাছ দেখতে বাজারে ভিড়। প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি হল দৈত্যাকার মাছটি।
দীঘার বাজারে দানবাকৃতি মাছ। ১১০ কেজি ওজনের বিশাল আকৃতির কই ভোলা। উড়িষ্যার পারাদ্বীপ থেকে দীঘার বাজারে এসেছে মাছটি। এত বড় মাছ দেখতে বাজারে ভিড়। প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি হল দৈত্যাকার মাছটি। তবে মাছটি বিপুল অর্থের বিনিময়ে রপ্তানি করা হয় বিদেশে। এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়।