
Digha Jagannath Mandir New Update : দিঘার সমুদ্র উপকূলে ঘটল এক আশ্চর্য ঘটনা। রবিবার ঘাটে ঢেউয়ের সঙ্গে ভেসে এল প্রভু জগন্নাথের একটি সাদা কাঠের মূর্তি। ঘটনাটি মন্দির উদ্বোধনের মাত্র ক’দিন আগে হওয়ায় কৌতূহল ছড়িয়েছে ভক্ত ও স্থানীয়দের মধ্যে।
Digha Jagannath Mandir New Update : দিঘার সমুদ্র উপকূলে ঘটল এক আশ্চর্য ঘটনা। রবিবার ঘাটে ঢেউয়ের সঙ্গে ভেসে এল প্রভু জগন্নাথের একটি সাদা কাঠের মূর্তি। ঘটনাটি মন্দির উদ্বোধনের মাত্র ক’দিন আগে হওয়ায় কৌতূহল ছড়িয়েছে ভক্ত ও স্থানীয়দের মধ্যে। পর্যটকরাও মূর্তিটি ঘিরে ভিড় করেন। ২৯ এপ্রিল মন্দির প্রাঙ্গণে যজ্ঞ এবং ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রেক্ষাপটে হঠাৎ মূর্তির আবির্ভাবকে অনেকেই ঈশ্বরের ‘শুভ সংকেত’ হিসেবে দেখছেন। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই ঘটনার কোনও ব্যাখ্যা মেলেনি, তবে আধ্যাত্মিক আবহে রঙ ছড়িয়েছে গোটা দিঘায়। একে কাকতালীয় বলছেন কেউ, আবার কেউ দেখছেন ভক্তিভাবনার গভীর প্রতিফলন—প্রভু যেন নিজেই এলেন তাঁর নতুন মন্দিরে আশীর্বাদ দিতে।