Dilip Ghosh Today : জয়দেব কেন্দুলি মেলায় স্বমেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানান, গঙ্গায় স্নান করে, পাপ ধোয়া যাবে না তৃণমূল নেতাদের, ভোটের পর পাপ সঙ্গে নিয়ে যেতে হবে। এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ।