
Dilip Ghosh Latest News : দলের একাংশের ক্ষোভের জবাব দিলেন দিলীপ ঘোষ! 'মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়ে বড় বড় কথা বলছেন'। 'কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থেকে বড় বড় কথা বলছে'। 'আজ তারাই দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে!' 'যাদেরকে এনে নেতা করেছি তাদেরই বেশি লাগছে'। 'দরকারে দিলীপ ঘোষ রাজনীতি ছাড়বে কিন্তু বিজেপি ছাড়বে না'। দীঘায় বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ