'দিলীপদার লড়াই জগন্নাথের সঙ্গে নয়', বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে কড়া জবাব কুণাল ঘোষের

Saborni Mitra   | ANI
Published : May 01, 2025, 11:02 PM IST
Trinamool Congress (TMC) leader, Kunal Ghosh (Photo/ ANI)

সংক্ষিপ্ত

Kunal Ghosh On Dilip Ghosh: জগন্নাথ মন্দির দর্শন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বিজেপি নেতা দিলীপ ঘোষ বিতর্কের মুখে পড়েন।  তৃণমূল নেতা কুনাল ঘোষ দিলীপ ঘোষের পক্ষ নিয়ে বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বিতা ভগবান জগন্নাথের সঙ্গে  নয়। 

Kunal Ghosh On Dilip Ghosh: বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু বর্তমানে আবর্তিত হচ্ছে দিঘায়। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই শুরু হয়েছে বাংলার রাজনীতির নতুন চর্চা। কারণ সেই মন্দির দর্শনে গিয়েছিলেন বাংলার সবথেকে সফল বিজেপি রাজ্যসভারতি দিলীপ ঘোষ। যদিও তিনি বর্তমানে তেমন কোনও গুরুত্বপূর্ণ পদে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে বসেছিলেন। আর তারপর থেকেই শুরু হয়েছে দিলীপ দলবদলের জল্পনা। যদিও দিলীপ ঘোষ তা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, দিলীপ ঘোষকে বিজেপি ক্রমাগত অপমান করছেন।

জগন্নাথ মন্দির দর্শন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বিজেপি নেতা দিলীপ ঘোষ বিতর্কের মুখে পড়েন। এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বিজেপি নেতার পক্ষ নিয়ে বলেন, তাঁর (দিলীপ ঘোষের) "প্রতিদ্বন্দ্বিতা ভগবান জগন্নাথের সঙ্গে নয়।"

তৃণমূল নেতা বলেন, "আমাদের দিলীপ ঘোষের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বিতা ভগবান জগন্নাথের সঙ্গে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শনের জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং প্রদীপ ভট্টাচার্য সহ অনেক বিরোধী নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন... " কুনাল ঘোষ আরও বলেন যে পূর্বে মেদিনীপুরের প্রতিনিধি দিলীপ ঘোষকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) "অপমান" করেছে। কুণাল ঘোষ বলেন, "দিলীপ ঘোষকে তাঁর দল বিভিন্নভাবে অপমান করেছে। তাঁকে রাজ্য সভাপতি এবং জাতীয় সহ-সভাপতি পদ থেকে সরানো হয়েছে। একজন বর্তমান সাংসদের আসন পরিবর্তন করা হয়েছে... অন্যান্য দল বা তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীরা দিলীপ ঘোষকে আক্রমণ করছে, কিন্তু এটা তাঁর দলের ব্যাপার"।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা শহরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন। দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী মন্দির প্রাঙ্গণে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। জানা গেছে, বিজেপি দিলীপ ঘোষের এই মন্দির দর্শনে খুশি নয়। রীতিমত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

এর আগে ২৭ এপ্রিল, কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান জগন্নাথের "কাঁধে চেপে" আসন্ন বিধানসভা নির্বাচনে জয়লাভের চেষ্টা করছেন। তিনি বলেছিলেন "একদিকে আপনি হিন্দুদের হত্যা করছেন, অন্যদিকে আপনি মন্দির নির্মাণ করছেন। মন্দির বা মসজিদ নির্মাণ সরকারের কাজ নয়। অযোধ্যার রাম মন্দিরের জন্য, জনগণ তহবিল সংগ্রহ করেছিল। দিঘার জগন্নাথ মন্দিরের জন্য, জনগণের তহবিল সংগ্রহ করা উচিত। রাজ্য সরকারকে কেন এতে জড়িত হতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান জগন্নাথের কাঁধে চেপে নির্বাচনে জয়লাভের চেষ্টা করছেন," সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন। বিজেপির রাজ্য সভাপতি যখন দিঘার জগন্নাথ মন্দির ইস্যুতে মমতার তীব্র সমালোচনা করেছেন, সেখানেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিঘা দিয়ে মন্দির দর্শন করেন আর মমতার আতিথেয়তাও গ্রহণ করেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?