বিগত বেশ কয়েক বছত থেকে হাওড়ার আন্দুলের আড়গোড়ী মাঠ এলাকায় জল না নামার কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি হলেই জল জমে যায়. তারপর সেই জল নামতে চায় না। সুরাহা বা সংস্কারের লক্ষনই দেখতে পাচ্ছে সাধারণ মানুষ।
বিগত বেশ কয়েক বছত থেকে হাওড়ার আন্দুলের আড়গোড়ী মাঠ এলাকায় জল না নামার কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি হলেই জল জমে যায়. তারপর সেই জল নামতে চায় না। সুরাহা বা সংস্কারের লক্ষনই দেখতে পাচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসনকে বলেও কোন ফল হয়নি এখনও। খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন হাওড়ার আন্দুলের আড়গোড়ী মাঠ এলাকায় বাসিন্দারা।