
Newtown Crime News : নিউটাউনের আকন্দ কিশোরী এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে দাদার হাতে প্রাণ হারালেন এক ভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সুশান্ত রায় পাশের জমিতে থাকা দাদা প্রশান্ত রায়ের একটি আম গাছ থেকে আম পাড়েন।
নিউটাউনের আকন্দ কিশোরী এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে দাদার হাতে প্রাণ হারালেন এক ভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সুশান্ত রায় পাশের জমিতে থাকা দাদা প্রশান্ত রায়ের একটি আম গাছ থেকে আম পাড়েন। তা নিয়েই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বচসা। একপর্যায়ে অশান্তি এতটাই চরমে ওঠে যে, প্রশান্ত রায় ভারী বস্তু দিয়ে সুশান্তের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুশান্ত রায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টেকনো সিটি থানার পুলিশ। অভিযুক্ত প্রশান্ত রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গাছের একটি আম নিয়ে পারিবারিক অশান্তি যে এমন ভয়ানক পরিণতির দিকে যেতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় হতবাক এলাকা। তদন্তে নেমেছে পুলিশ।