'গণতন্ত্রের মহোৎসবে Do or Die! ছাড়বনা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে' নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।
'গণতন্ত্রের মহোৎসবে Do or Die! ছাড়বনা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে' নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি জানান 'ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ থাকবে'। এছাড়াও অভিযোগ করেন 'মুসলিম অধ্যুষিত অঞ্চলে ভোটে চুরি চামারি বেশি হয়েছে'।