"ওকে নিয়ে যা খুশি করুন, দয়া করে দেহ আমাদের দেবেন না" কাতর আর্জি সঞ্জয়ের দিদির! কী বললেন তিনি?

Published : Aug 25, 2024, 12:06 PM ISTUpdated : Aug 25, 2024, 12:07 PM IST
Sanjay Roy

সংক্ষিপ্ত

"ওকে নিয়ে যা খুশি করুন, দয়া করে দেহ আমাদের দেবেন না" কাতর আর্জি সঞ্জয়ের দিদির! কী বললেন তিনি?

আরজিকরের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। গ্রেফতারির পর থেকে বহুবার তার বাড়িতে হানা দিয়েছে পুলিশ ও সাংবাদিকরা।

সঞ্জয়ের এই কর্মকাণ্ড যেন কোনও বাবে মেনে নিতে পারছেন না তার মা। ভাইয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতেই নারাজ সঞ্জয়ের দুই দিদি। এবার এই দুই দিদির মধ্যে একজন জানিয়েছেন, "ফাঁসি হলেও ভাইয়ের দেহ ফেরত চাই না"।

অভিযুক্ত সঞ্জয়ের দুই দিদিই পুলিশে কর্মরত। দিদিদের প্রভাবেই নাকি যা খুশি তাই করে বেড়াতে সঞ্জয় এমনই দাবি করেছেন অনেকে।

এ প্রসঙ্গে সঞ্জয়ের রায়ের এক দিদি সাংবাদিকদের জানিয়ছেন, " ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুর্কীতি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনও সম্পর্ক রাখিনি। আরজি করে ও যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাাস্তি হওয়া উচিত। তবে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন। দয়া করে ওর দেহ আমাদের দেবেন না। আমরা নেব না। কারণ, এমন মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না।"

আবার এই ব্যাপারে একবারে উল্ট গান গেয়েছেন সঞ্জয়ের মা। তাঁর দাবি" আমার ছলে ছোটবেলা থেকেই মেধাবী ছিল। টিভিতে ছেলের সম্পর্কে যা শুনছি বিশ্বাস হচ্ছে না। ও ছোট থেকেই ক্লাসে টপার ছিল। ওকে কেইউ ফাঁসাতে পারে।"

 

PREV
click me!

Recommended Stories

'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার
Suvendu Adhikari: ‘গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন না উনি!’ মমতাকে চরম ধুয়ে দিলেন শুভেন্দু