একই দিনে জোড়া যাত্রী ভোগান্তি! ছুটির দিনে বন্ধ শহরের গুরুত্বপূর্ণ এই সেতু

Published : Aug 29, 2025, 04:14 PM IST
Second Hooghly Bridge will be closed for 24 hours from 9 pm Saturday  9 pm Sunday

সংক্ষিপ্ত

Vidyasagar Bridge Closed: সপ্তাহান্তে বন্ধ বিদ্যাসাগর সেতু। বাড়ি থেকে বেরনোর আগে বাছুন বিকল্প রুটের ব্যবস্থা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Vidyasagar Bridge Closed: বিদ্যাসাগর সেতু মেরামতির কাজে রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। নিরাপত্তা ও সেতুর সংস্কারের কাজের জন্য আগামী রবিবার অর্থাৎ ৩১ অগাস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। ওই সময় সেতুর স্টে এবং বেয়ারিং কেবল বদলানো ও মেরামতির কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি বলে জানানো হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে সেতু ও এর র‌্যাম্পে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প রুট হিসেবে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে।

বিকল্প রুটের ব্যবস্থা কলকাতা পুলিশের। দেখুন একনজরে:-

এজে সি বসু রোড (Zeerut Island দিক থেকে) আসা পশ্চিমমুখী যানবাহনকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ বা কেপি রোডে ঘুরিয়ে দেওয়া হবে।

জে & এন আইল্যান্ড দিক থেকে কেপি রোড ধরে আসা পশ্চিমমুখী যানবাহনকে 11 ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে একই পথে ঘুরিয়ে দেওয়া হবে।

খিদিরপুর দিক থেকে জিসিআর রোড হয়ে আসা পূর্বমুখী যানবাহনকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

কেপি রোডের সব যানবাহন যেগুলি বিদ্যাসাগর সেতু ধরতে চাইবে, তাদেরও ওয়াই পয়েন্ট (ঘোড়া পাস) থেকে ঘুরিয়ে কেপি রোড – রেড রোড – হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

প্রয়োজনে শহরের অন্যান্য আর্টেরিয়াল রোড দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা (IPS) জানিয়েছেন, যাত্রী ও চালকদের আগেই পরিকল্পনা করে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওই একই দিনে আবার ভোগান্তি রয়েছে মেট্রোতেও। এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জারি করা একটি নোটিসে জানানো হয়েছে যে, মেট্রো পরিষেবায় সাময়িক বিঘ্ন, রবিবার বিকেল ৪টা পর্যন্ত মেট্রো চলবে না শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার রুটে মেট্রো।

শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নতুন টার্ন আউট বসানোর কাজের জন্য আগামী রবিবার বিকেল ৪টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। কাজ শুরু হবে শনিবার রাত ১১টা থেকে এবং রবিবার দুপুর ৩টা পর্যন্ত চলবে।

যাত্রীদের অসুবিধা এড়াতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ওই দিন সকালে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নিয়মিত পরিষেবার পাশাপাশি বিশেষ মেট্রো চালানো হবে সকাল ৭টা থেকে।

এছাড়াও, সবুজ লাইনে (Green Line) পরিষেবা সকাল ৮টা থেকে শুরু হবে (যা সাধারণত সকাল ৯টা থেকে শুরু হয়)। এর ফলে Miscellaneous Services Recruitment Examination-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বিকেল ৪টার পর থেকে স্বাভাবিক পরিষেবা ফের শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত ব্লু লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে আবারও নতুন করে তৈরি করার ফলে ব্লু লাইনের অন্তিম স্টেশন হিসেবে কবি সুভাষ মেট্রো স্টেশনকে ব্যবহার করা হতো। এবং মেট্রো রেকগুলিকে কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়েই ঘুরিয়ে আবারো চালানো হতো। কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে বিগত এক সপ্তাহ ধরে বারবার ব্লু লাইনে মেট্রো বিভ্রাটের ঘটনা ঘটছে । তাই এবার কবি সুভাষ মেট্রো স্টেশনের বদলে তার আগের স্টেশন অর্থাৎ শহিদ ক্ষুদিরামে নতুন টার্ন আউট বসিয়ে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের