পূজার হাতেই পূজিত হন স্বয়ং মা দুর্গা! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী পূজা খাঁড়া। বলাগড়ের জিরাট বানেশ্বরপুর হাতিকান্দা গ্রামের প্রভাত খাঁড়ার মেয়ে পূজা। ছোটবেলা থেকেই মাটির ঠাকুর তৈরি করা তার নেশা।
পূজার হাতেই পূজিত হন স্বয়ং মা দুর্গা! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী পূজা খাঁড়া। বলাগড়ের জিরাট বানেশ্বরপুর হাতিকান্দা গ্রামের প্রভাত খাঁড়ার মেয়ে পূজা। ছোটবেলা থেকেই মাটির ঠাকুর তৈরি করা তার নেশা। ক্লাস এইটে পড়ার সময় প্রথম দুর্গা ঠাকুর তৈরি করেন পূজা। এরপর থেকে প্রতি বছর সেই প্রতিমা মাপে বাড়তে থাকে। এবছরও নিজের হাতেই দুর্গা মূর্তি তৈরি করেছেন পূজা খাঁড়া।