মিনি দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন জলপাইগুড়ির প্রতিমা শিল্পী। কোনওটি ১০, কোনওটি ১২ ইঞ্চি মিনি দূর্গা বানিয়ে তাক লাগিয়েছেন দেবাশীষ ঝাঁ। জলপাইগুড়ির হলদিবাড়ির রাখাল দেবী এলাকার বাসিন্দা দেবাশীষ ঝাঁ।
মিনি দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন জলপাইগুড়ির প্রতিমা শিল্পী। কোনওটি ১০, কোনওটি ১২ ইঞ্চি মিনি দূর্গা বানিয়ে তাক লাগিয়েছেন দেবাশীষ ঝাঁ। জলপাইগুড়ির হলদিবাড়ির রাখাল দেবী এলাকার বাসিন্দা দেবাশীষ ঝাঁ। গত ৪০ বছর ধরে এভাবেই ছোট দুর্গা প্রতিমা বানিয়ে সংসার চালাচ্ছেন। আর একমাসও বাকি নেই দুর্গাপুজোর। তবে এ বছর তার একটিও দুর্গা মূর্তি বিক্রি হয়নি। ফলে যথেষ্টই হতাশ হয়েছেন ছোট প্রতিমা শিল্পী দেবাশীষ ঝাঁ। কিভাবে চলবে সংসার, মাথায় হাত দেবাশীষ বাবুর। তবে এখনও আশা ছাড়েননি, বাকি আছে বেশ কিছুদিন। কয়েকটি দুর্গামূর্তি বিক্রি হলেই সংসারটা ঠিকঠাক চলবে।