সাড়ে ৩০০ বছর ধরে একই রীতিতে মায়ের বিসর্জন। সংখ্যালঘু ভাইদের লণ্ঠনের আলোয় মায়ের বিসর্জন। সম্প্রীতির অনন্য নিদর্শন মালদার রাজবাড়ীর পুজোয়। ৩৫০ বছর আগে চাঁচলের রাজা ছিলেন রামচন্দ্র রায় বাহাদুর।
সাড়ে ৩০০ বছর ধরে একই রীতিতে মায়ের বিসর্জন। সংখ্যালঘু ভাইদের লণ্ঠনের আলোয় মায়ের বিসর্জন। সম্প্রীতির অনন্য নিদর্শন মালদার রাজবাড়ীর পুজোয়। ৩৫০ বছর আগে চাঁচলের রাজা ছিলেন রামচন্দ্র রায় বাহাদুর। রাজবাড়ীতে তিনিই প্রথম মা চন্ডীর পুজো শুরু করেছিলেন। কালের নিয়মে রাজাও নেই আর রাজত্বও নেই। কিন্তু আজও রীতিনীতি মেনে হচ্ছে চাঁচল রাজবাড়ির পুজো। দশমীতে মুসলিম ভাইদের লণ্ঠনের আলোয় বিসর্জন হয় মা চন্ডীর।