
Durga Puja : নবপত্রিকায় নয়টি গাছ - কলা, বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান ও দাড়িমকে দেবী দুর্গার নয় রূপে পুজো করা হয়। এই নয় দেবী একত্রে 'নবপত্রিকাবাসিনী নবদুর্গা' নামে আরাধনা করা হয়।
Durga Puja : জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে দেববাড়িতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে নবপত্রিকা স্নান বা কলা বউ স্নান। সূর্যোদয়ের আগে পবিত্র গঙ্গার জলে কলাগাছের স্নান করিয়ে এটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়। নবপত্রিকায় নয়টি গাছ - কলা, বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান ও দাড়িমকে দেবী দুর্গার নয় রূপে পুজো করা হয়। এই নয় দেবী একত্রে 'নবপত্রিকাবাসিনী নবদুর্গা' নামে আরাধনা করা হয়। অনুষ্ঠানটি নিয়ম-নিষ্ঠার সঙ্গে পালিত হয়েছে এবং নবপত্রিকা মণ্ডপে আনার পর মহাস্নানের মাধ্যমে পূজা শুরু হয়েছে। পরবর্তী দিনগুলোতেও নবপত্রিকা অন্যান্য দেবদেবীর সঙ্গে পুজিত হচ্ছে।