
Durga Puja : সোনারপুরের কোদালিয়ায় বসু পরিবারের দুর্গাপুজো শুধু একটি পারিবারিক উৎসব নয়, ইতিহাসের অমূল্য দলিল। প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোর সূচনা করেন নেতাজী সুভাসচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু।
সোনারপুরের কোদালিয়ায় বসু পরিবারের দুর্গাপুজো শুধু একটি পারিবারিক উৎসব নয়, ইতিহাসের অমূল্য দলিল। প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোর সূচনা করেন নেতাজী সুভাসচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু। পরে নেতাজীর মা ভগবতী দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মন্দির ও দুর্গাদালান।
আজও প্রথা মেনে মহালয়ার পর ঘট বসানো থেকে শুরু করে নবমীর কুমড়ো বলি পর্যন্ত সব আয়োজন করা হয়। ইতিহাস জানায়, দেশে থাকলে নেতাজী নিজেও এই পুজোয় অংশ নিতেন। সেই সময় ঠাকুরদালান হয়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের সাক্ষী। বর্তমানে প্রতিমা তৈরি করছেন হরিনাভীর শিল্পী শুভেন্দু চক্রবর্তী।
ঐতিহ্য, ভক্তি আর নেতাজীর স্মৃতিকে কেন্দ্র করে কোদালিয়ার এই দুর্গাপুজো আজও সমান মর্যাদায় অনুষ্ঠিত হয়।