SwasthaSathi card: SIRএর জন্য পশ্চিমবঙ্গে কী ব্য়বহার করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড? রাজ্য নির্বাচনি আধিকারিকের প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন। ভোটর তালিকার জন্য নাগরিকত্বের প্রমাণ লাহবে বলে জানিয়েছে কমিশন।
রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড বিশেষ নিবিড় সমীক্ষা বা SIRএর নথি হিসেবে ব্যবহার করা যাবে না। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর বিহারের মত এই রাজ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হতে পারে। তারই জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
26
রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্জি
সূত্রের খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আর্জি জানিয়েছিলেন, স্বাস্থ্য়সাথী কার্ডকে এসআইআর-এর নথি হিসেবে ব্যবহার করা যায় কিনা তা বিবেচনা করে দেখার। কিন্তু কমিশনের পক্ষ থেকে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।
36
কারণ
বুধবার সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। সেখানেই স্থির হয়েছে এসআইআর-এর জন্য পূর্বে যে ১১টি নথির কথা বলা হয়েছিল সেগুলিই প্রামাণ্য নথি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র বিহারেই আধার কার্ডকে নথি হিসেবে ব্যবহার করা যাবে। এর বাইরে কোনও নথির গ্রহণযোগ্যতা নেই বলেও জানিয়েছে কমিশন।
সূত্রের খবর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি আধিকারিককেই রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে স্বাস্থ্য়সাথী কার্ডকে এসআইআর-এর প্রামাণ্য় নথি হিসেবে ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখতে। রাজ্য়ের নির্বাচনি আধিকারিক সেই প্রস্তাব পেশ করেন।
56
কমিশনের বার্তা
এরপরই কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? রাজ্য়ের পক্ষ থেকে বলা হয়, এই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র রাজ্যের বাসিন্দাদেরও এই কার্ড দেওয়া হয়ে থাকে। কমিশন স্পষ্ট করেছে যে নাগরিকত্বের প্রমাণ হবে এমন নছি শুধু এসআইআরের নথি হিসেবে গ্রহণযোগ্য হবে।
66
বঙ্গে এসআইআর
সূত্রের খবর, সব ঠিক থাকলে পশ্চিমবঙ্গে পুজোর পরে অর্থাৎ অক্টোব মাসের মাঝামাঝি শুরু হতে পারে এসআইআর। তবে শুধু বঙ্গে নয়, গোটা দেশেই একযোগে এসআইআর হতে পারে।