বেসরকারি স্কুলের ফি-তে লাগাম পরাতে নতুন বিল, কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Published : Mar 11, 2025, 04:03 PM IST
Education Minister Bratya Basu gave a strong response to the Jadavpur University incident bsm

সংক্ষিপ্ত

Private school bill:রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে (private schools) প্রায়ই লাগামহীনভাবে ফি বৃদ্ধি(fees hike)-র অভিযোগ রয়েছে। চড়া ফির কারণে অভিভাবকদের প্রাণ ওষ্ঠাগত। মঙ্গলবার নতুন বিল আনার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। 

Private school bill: রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে (private schools) প্রায়ই লাগামহীনভাবে ফি বৃদ্ধি(fees hike)-র অভিযোগ রয়েছে। চড়া ফির কারণে অভিভাবকদের প্রাণ ওষ্ঠাগত। কিন্তু সন্তানদের শিক্ষায় যাতে কোনও ত্রুটি না হয় তার জন্য বর্তমানে রাজ্যের অধিকাংশ মানুষই ভরসা করেন রাজ্যের বেশরকারি স্কুলগুলির ওপর। সরকারি স্কুলের ওপর আস্থা হারাচ্ছেন শহুরে শিক্ষিত অভিভাবকরা। কিন্তু ফি বৃদ্ধিতে প্রাণ যায় যায় অবস্থায়। এই অবস্থায় অভিভাবকদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর খুব দ্রুত রাজ্যের বিধানসভায় বেসররারি স্কুলের ফি বৃদ্ধিতে লাগাম টানার বিল আনা হতে পারেন। মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)।

সোমহার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। মঙ্গলবার অধিবেশনের মধ্যেই বিজেপির এক বিধায়ক বেসরকারি স্কুলগুলিতে লাগামছাড় ফি বৃদ্ধি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানতে চান এই বিষয়ে সরকার কী কী পদক্ষেপ করছে। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, স্কলের ফি বৃদ্ধি অভিভাবকদের ওপর চাপের হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছেও এই বিষয়ে একাধিক অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকার চিন্তাভাবনা শুরু কয়েছে। আগামী দিনে বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম পরিয়ে বিল পেশ করা হতে পারে বিধানসভায়।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলিতে ফি নিয়ন্ত্রণের জন্য কমিশন তৈরি করা হতে পারে। কমিশনের মাধ্যমেই ফি বৃ্দ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান করা যেতে পারে।

ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন নামের একটি বিল তৈরির কাজ শুরু হয়েছিল ২০২৩ সালে। এই কমিশনে ১১ সদস্যের থাকার কথা। এঁরা হলেন স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের সভাপতি, শিক্ষামন্ত্রী মনোনীত দু’জন শিক্ষাবিদ। এছাড়া সিবিএসই এবং আইসিএসই বোর্ডের প্রতিনিধিদেরও থাকার কথা এই কমিশনে। তবে গত ২ বছরে সেই কাজ এগোয়নি। তাই এবার ফের মধ্যবিত্তের উপর ফি বৃদ্ধির বোঝা কমাতে কমিশন গঠনের পরিকল্পনা নিল রাজ্য সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না
Humayun Kabir : হুমায়ুনের ডিগবাজি না 'সেটিং'! ইস্তফা দিচ্ছেন না, থাকছেন তৃণমূলেই! কেন?