Uttar Dinajpur : হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, জীবিত মেয়ের শ্রাদ্ধ করলো পরিবার

North Dinajpur Latest News : উত্তর দিনাজপুরের চোপড়ার(Chopra) সোনাপুর গ্রামে ভিন্ন ধর্মে বিয়ে করায় মেয়ের শ্রাদ্ধ করলো পরিবার। পরিবারের সদস্যরা জানান, মেয়ের এই সিদ্ধান্তে তারা মর্মাহত ও সম্মানহানির শিকার হয়েছেন।

North Dinajpur Latest News : উত্তর দিনাজপুরের চোপড়ার(Chopra) সোনাপুর গ্রামে ভিন্ন ধর্মে বিয়ে করায় মেয়ের শ্রাদ্ধ করলো পরিবার। পরিবারের সদস্যরা জানান, মেয়ের এই সিদ্ধান্তে তারা মর্মাহত ও সম্মানহানির শিকার হয়েছেন। হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ আয়োজন করে তার আত্মার শান্তির প্রার্থনা করা হয় এবং পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়। স্থানীয়রা জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতেই এই পদক্ষেপ।

03:23এটা কী ভোটের সমীকরণ? প্রশ্ন শুনেই ক্ষেপে লাল হয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়03:41২০২৬ এ মমতাকে হারানোর প্ল্যান তৈরি? কী বৈঠক দিল্লিতে? দেখুন কী বলছেন সুকান্ত মজুমদার06:23মমতার সামনেই দিঘাতে মসজিদের দাবি ত্বহা সিদ্দিকীর, দেখুন কী বলছেন তিনি03:20Sealdah STF Raid Today: ভোরবেলা STF-এর অভিযান! শিয়ালদহ থেকে গ্রেফতার অস্ত্র পাচারচক্রের পাণ্ডা, চাঞ্চল্য এলাকায়02:58মমতা কী রাজনীতি করতেই ফুরফুরা শরীফে? দেখুন কী বলছেন নওশাদ সিদ্দিকী04:43Humayun Kabir On Suvendu Adhikari: ‘মুর্শিদাবাদে পা রাখলেই ফল ভুগবেন!’ শুভেন্দু অধিকারীকে চরম হুঁশিয়ারি হুমায়ুন কবিরের07:26"মমতা সবচেয়ে বড় ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী", কেন বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ03:07Adhir Ranjan Chowdhury Speech: অস্ত্র পাচারেই চলছে বাংলা? মমতার তৃণমূলকে সরাসরি কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী03:43পোলেরহাটে জঘন্য ঘটনা! পালানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলল পুলিশ | Bangla News Today | Polerhat News03:34Arjun Singh On Humayun Kabir: ‘মমতা টিকতে পারবেন না যদি হিন্দুরা একসঙ্গে ভোট দেয়!’ বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং-এর