ফাঁকা বাড়িতে নাবালিকা মেয়েকে দিনের পর দিন যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত বাবা

Published : Nov 08, 2025, 08:49 AM IST
Minor girl raped

সংক্ষিপ্ত

Crime News: বাবার কাছে শারীরিক হেনস্থার শিকার নাবালিকা মেয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মণ্ড হারবার এলাকায়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Crime News: বাবার যৌন লালসার শিকার নাবালিকা মেয়ে, ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত বাবা। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, দিনের পর দিন ১৪ বছরের নাবালিকা মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাতো গুনধর বাবা। ঘটনায় অভিযুক্ত ওই নাবালিকার বাবা। অবশেষে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার দেউলার নাজরা এলাকায়।

বাবার বিরুদ্ধে কী অভিযোগ? 

উস্তি থানা সূত্রের খবর, দেউলার নাজরা গ্রামে ১৪ বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে নাবালিকা কন্যাকে একা বাড়িতে কাঁদতে দেখে সন্দেহ হয় তার মায়ের। জিজ্ঞাসাবাদ করলে মেয়ে জানায়, তার বাবা বহুবার তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে! এর পরেই অভিযুক্তের স্ত্রী উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানান, নিজের নাবালিকা মেয়ের উপর যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে ওই নাবালিকার বাবা আসাদুল শেখকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করা হয়েছে। এই ঘটনা সামনে আসায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে ওটা এলাকায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসীরা।

অন্যদিকে, গরু বোঝাই বেপরোয়া গাড়ি ধাক্কা মারল লরিকে। গুরুতর আহত গাড়ি চালক,আটক ১ জন। হাসনাবাদ থানার  বেভিয়ামোড় এলাকা থেকে ৫টি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল পাঁচজন দুস্কৃতী। বাড়ির লোকজন জানতে পেরে গাড়ি নিয়ে ধাওয়া করতে শুরু করে । এরপর মিনাখাঁ থানার পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করতে থাকে, কিন্তু গাড়িটি এতটাই বেপরোয়া ছিল যে পুলিশের গার্ড ওয়েল ভেঙে পালিয়ে যায়, এরপর ক্যানিং অটোস্ট্যান্ড এলাকায় একটি লরিতে ধাক্কা মারে। এরপর দুই গরু চোরকে হাতেনাতে ধরে ফেলে মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ।

আহত ড্রাইভারকে উদ্ধার করে ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। আরও একজনকে আটক করে থানায় নিয়ে আসে। গাড়িটির ভেতরে থাকা একটি গরুর ঘটনাস্থলেই মারা যায় । পুলিশ গরুগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কী কারনে এমন ঘটনা ঘটল তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari : টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা? শুভেন্দুর এই দাবিতে তোলপাড়!
Lakshmir Bhandar: জানুয়ারি থেকে প্রায় আড়াই গুণ বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার! বছর শেষে চমক সরকার পক্ষের