একটা সময় চন্দননগরের নাম ছিল ফরাসডাঙ্গা। আজ ফ্রান্সের পতাকা, ফুটবল, রকমারি সজ্জায় ভাসছে ফরাসডাঙ্গা, থাকছে জায়েন্ট স্কিনও আবার আর্জেন্টিনার সমর্থকরা বলছে কাপ উঠবে মেসির হাতেই ।
একটা সময় চন্দননগরের নাম ছিল ফরাসডাঙ্গা | আজও চন্দননগরের বাসিন্দাদের মনে ফরাসিদের জন্য আলাদা অনুভূতি রয়েছে | আর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স বনাম আর্জেন্টিনা | ফ্রান্সের পতাকা, ফুটবল, রকমারি সজ্জায় সেজে উঠেছে এই ফরাসডাঙ্গা | চন্দননগর পুরোনিগম আয়োজন করেছে জায়েন্ট স্কিনের | কোথাও ফ্রান্সের পতাকার রং গালে লাগিয়ে সমর্থক দের স্লোগান