জুনিয়র ডক্টরদের ধর্মঘট কালে আরামবাগে চলছে হুগলির রুগীদের বিনামূল্যে চিকিৎসা। পাশাপাশি থালেসিমিয়ার রোগীদের রক্তের যোগানে কোন অসুবিধা না হয় তার জন্য স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত করা হচ্ছে। অভয়া ক্লিনিকের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জুনিয়র ডক্টরদের ধর্মঘট কালে আরামবাগে চলছে হুগলির রুগীদের বিনামূল্যে চিকিৎসা। পাশাপাশি থালেসিমিয়ার রোগীদের রক্তের যোগানে কোন অসুবিধা না হয় তার জন্য স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত করা হচ্ছে। অভয়া ক্লিনিকের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিনিকের উদ্যোক্তাদের কাছ থেকে জানা গিয়েছে এখানে ওষুধও পাওয়া যাচ্ছে বিনামূল্যে। ক্লিনিকের উদ্যোক্তাদের মতে এই ব্যবস্থা ততদিন চলবে যতদিন না অভয়ার দোষীরা যোগ্য শাস্তি পাচ্ছে। সাধারণ রোগীদের চিকিৎসার পাশাপাশি তাঁরা এই আন্দোলনও চালিয়ে যাবে।