বাংলার মেয়েদের জন্য ফাটাফাটি খবর দিল রাজ্য সরকার! এবার স্কুলে গেলেই মুঠো মুঠো টাকা পাবেন মেয়েরা

বাংলার মেয়েদের জন্য ফাটাফাটি খবর! লক্ষ্মীর ভাণ্ডার তো বাড়লই এবার স্কুলে গেলেও মুঠো মুঠো টাকা পাবেন মেয়েরা

Anulekha Kar | Published : Oct 22, 2024 6:45 AM IST / Updated: Oct 22 2024, 04:30 PM IST
18

এবার আর লক্ষ্মীরভাণ্ডারের নয় টাকা বাড়তে পারে এই প্রকল্পেও। এবার বাংলার মেয়েদের আরও সুবিধা দিচ্ছে তৃণমূল সরকার।

28

ইতিমধ্যেই বেশ অনেকটা বেড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এর পাশাপাশি বেড়ে যাবে এবার কন্যাশ্রীর টাকাও।

38

কন্যাশ্রী প্রকল্পতেও টাকার অঙ্ক বাড়াতে চলেছে রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগেই দারুণ খবর দিতে চলেছে রাজ্য সরকার।

48

একেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমালোচনার শেষ নেই। তবে এই প্রকল্প যে তৃণমূলের ভোটবাস্কে অনেকটা ভোট জমা রাখে তা আর জানতে কারও বাকি নেই।

58

তাই এবার মেয়েদের জন্য বানানো এই দুই প্রকল্পকেই হাতিয়ার বানাতে চলেছে মমতা সরকার।

68

২০২৬-এর বিধানসভায় জয়লাভের আশায় এটাই হতে পারে মমতা সরকারের মাস্টার প্ল্যান।

78

কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই তিনটি স্কিম চালু রয়েছে যার মধ্যে বার্ষিক বৃত্তি হিসাবে ১ হাজার টাকা। মাসিক বৃত্তি হিসাবে ২ থেকে আড়াই হাজার টাকা ও এককালীন বৃত্তি হিসাবে ২৫ হাজার টাকা দেওয়া হয়।

88

১৩ থেকে ১৮ বছর পর্যন্ত পাওয়া যায় বার্ষিক হাজার টাকা। এরপর ১৮ বছর হলে এবং ছাত্রী অবিবাহিত হলে এককালীন ভাতা পাওয়া যায়। এবার বেড়ে যেতে পারে এই সমস্ত খাতের টাকার অঙ্ক।

Share this Photo Gallery
click me!

Latest Videos