বড়দিনের হাত ধরেই খুশির দিন আসতে চলেছে রাজ্য সরকারী কর্মচারিদের। ২০২৫ আসার আগেই মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ঘোষণা করতে পারেন খুশির খবর।
সূত্রের খবর অনুসারে, রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ৬% মহার্ঘ্য বৃদ্ধির ঘোষণা করতে পারেন মুখ্যন্ত্রী। বড়দিনের উৎসবের মধ্যেই এই সুখবরের ঘোষণা করতে পারেন তিনি।
বর্ষশেষের এই উৎসবের সঙ্গে এক স্বস্তি নিঃশ্বাস ফেলবেন রাজ্যের সরকারী কর্মচারীরা। কারণ এই মহার্ঘ্য ভাতা নিয়ে একটানা সমস্যায় মুখে পড়েছিলেন রাজ্যের সরকারী কর্মচারীরা।
তাই বড়দিনে এমন খবর ঘোষণা হলে আন্দনেই কাটবে বর্ষশেষের এই উৎসব।
কর্মচারীদের একাংশ মন করছেন বছরের এমন একটা সময়ে এসে এই ধরণের ঘোষণা সরকারের উপর কর্মচারীদের আস্থা আরও বাড়িয়ে তুলবে।
তবে এই বিষয়ে সরকারীভাবে ঘোষণা এখনও মুখ্যমন্ত্রী করেননি।
তবে একাংশের দাবী ক্রিসমাসের উৎসব সূচণার অনুষ্ঠানের সময়েই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারী কর্মচারীদের এই খুশির খবর শোনাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।