খুশির খবর! ধরা পড়ল টন টন ইলিশ, একেবারে জলের দরে পেতে পারেন এই মাছ

Published : Aug 02, 2024, 01:00 PM ISTUpdated : Aug 02, 2024, 01:13 PM IST
Hilsa Fish Price

সংক্ষিপ্ত

খুশির খবর! ধরা পড়ল টন টন ইলিশ! একেবারে জলের দরে পেতে পারেন এই মাছ

ধরা-ছোঁয়ার বাইরে ইলিশের দাম। তবে এবার বেশ অনেকটাই শান্তির নিশ্বাস নিতে পারবেন বাঙালিরা। সাগরে বৃষ্টির জলেই ধরা পড়েছে টন টন ইলিশ। গত দুই দিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার ঘাটে ধরা পড়েছে ১২ টন টাটকা ইলিশ।

আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে। ধরা পড়া ইলিশের ওজনও মন্দ নয়। বেশিরভাগ ইলিশই ৭০০ গ্রামের উপরে। এদিন নামখানাতে দেড় কিলো ওজনেরও ইলিশ নিলাম হয়েছে। প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় দামও কমেছে বেশ কিছুটা। যার মধ্যে ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুড়ে বহু বাজারেই পাওয়া যাচ্ছে পছন্দের ইলিশ।

শ্রাবণের বৃষ্টি শুরু হতেই খুশির খবর মৎসপ্রেমীদের জন্য। প্রতি বছরই আকাশছোঁয়া থাকে এই মাছের দাম। এই বছরও ইলিশের দাম ধরা-ছোঁয়ার বাইরে ছিল। তবে অবশেষে স্বস্তি বেশ অনেকটাই দাম পড়তে পারে ইলিশের।

টন টন ইলিশ পাওয়ায় ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারা। চলতি বছরে ১৫ জুন থেকে ইলিশ ধরা শুরু হয়েছিল। এরপর গত ১৫ দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। এরপর নিষেধাজ্ঞা উঠতেই সমূদ্রে মিলল টন টন ইলিশ মাছ।

গত দুই দিনে ১২ টন ইলিশ ধরা পড়েছে। আরও ইলিশ ধরা পড়বে বলে জানা গিয়েছে। ইলিশের খরা কাটতে চলেছে বলেই ধারণা মৎসজীবীদের। জোগান বাড়লে আরও বেশ খানিকটা কমে যাবে ইলিশের দাম।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর