খুশির খবর! ধরা পড়ল টন টন ইলিশ, একেবারে জলের দরে পেতে পারেন এই মাছ

খুশির খবর! ধরা পড়ল টন টন ইলিশ! একেবারে জলের দরে পেতে পারেন এই মাছ

Anulekha Kar | Published : Aug 2, 2024 7:30 AM IST / Updated: Aug 02 2024, 01:13 PM IST

ধরা-ছোঁয়ার বাইরে ইলিশের দাম। তবে এবার বেশ অনেকটাই শান্তির নিশ্বাস নিতে পারবেন বাঙালিরা। সাগরে বৃষ্টির জলেই ধরা পড়েছে টন টন ইলিশ। গত দুই দিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার ঘাটে ধরা পড়েছে ১২ টন টাটকা ইলিশ।

আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে। ধরা পড়া ইলিশের ওজনও মন্দ নয়। বেশিরভাগ ইলিশই ৭০০ গ্রামের উপরে। এদিন নামখানাতে দেড় কিলো ওজনেরও ইলিশ নিলাম হয়েছে। প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় দামও কমেছে বেশ কিছুটা। যার মধ্যে ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুড়ে বহু বাজারেই পাওয়া যাচ্ছে পছন্দের ইলিশ।

Latest Videos

শ্রাবণের বৃষ্টি শুরু হতেই খুশির খবর মৎসপ্রেমীদের জন্য। প্রতি বছরই আকাশছোঁয়া থাকে এই মাছের দাম। এই বছরও ইলিশের দাম ধরা-ছোঁয়ার বাইরে ছিল। তবে অবশেষে স্বস্তি বেশ অনেকটাই দাম পড়তে পারে ইলিশের।

টন টন ইলিশ পাওয়ায় ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারা। চলতি বছরে ১৫ জুন থেকে ইলিশ ধরা শুরু হয়েছিল। এরপর গত ১৫ দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। এরপর নিষেধাজ্ঞা উঠতেই সমূদ্রে মিলল টন টন ইলিশ মাছ।

গত দুই দিনে ১২ টন ইলিশ ধরা পড়েছে। আরও ইলিশ ধরা পড়বে বলে জানা গিয়েছে। ইলিশের খরা কাটতে চলেছে বলেই ধারণা মৎসজীবীদের। জোগান বাড়লে আরও বেশ খানিকটা কমে যাবে ইলিশের দাম।

Share this article
click me!

Latest Videos

'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ