SSC-র ২৬০০০ চাকরি বাতিল মামলা মুলতবি সুপ্রিম কোর্টে, হতাশ 'যোগ্য' চাকরিপ্রার্থীরা

এসএসসি (SSC)র ২৬ হাজার চাকরি বাতিল মামলা আবারও পিছিয়ে গেল। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার , ১৫ জানুয়ারি।

 

Saborni Mitra | Published : Jan 7, 2025 3:15 PM / Updated: Jan 07 2025, 03:50 PM IST
110
সুপ্রিম কোর্টে আবার ধাক্কা

আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল এসএসসি-র যোগ্য প্রার্থীরা। আবারও শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে।

210
পরবর্তী শুনানি

এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার, ১৫ জানুয়ারি।

310
সুপ্রিম নির্দেশ

১৫ জানুয়ারির মধ্যে এসএসসি মামলায় সবপক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

410
আদালতে ওঠে মামলা

এদিন নির্ধারিত সময় অর্থাৎ সকালে প্রথম দিকেই শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছিল এসএসসি মামলা। কিন্তু এদিন মামলাটি মুলতবি হয়ে যায়।

510
বেঞ্চের বিচারপতিরা

মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলাটি উঠেছিল।

610
বিচারপতিদের দাবি

এদিন মামলা ওঠার সঙ্গে সঙ্গে বিচারপতিরা বলেন, 'আমরা আবেদনকারীদের বক্তব্য শুনেছি। এবার অন্যপক্ষদের বলতে দিতে হবে। পরের সোমবার দুপুরের পরে তা শোনা যেতে পারে।'

710
প্রশান্ত ভূষণের সওয়াল

আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়াল করে বলেন, আগামী সোমবার শীর্ষ আদালত বন্ধ থাকবে। তাতেই পাল্ট বিচরপতিতা জানান, 'এই মামলা খুব বেশি পিছনো যাবে না।'

810
সিবিআইকে নির্দেশ

এদিনও মামলা পিছিয়ে গেলেও সিবিআইকে আজকের মধ্যেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই রিপোর্ট দিয়ে জানাবে যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা যাবে কিনা।

910
হতাশ চাকরিপ্রার্থীরা

সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় আবারও হতাশ চাকরি প্রার্থীরা । তাঁদের কথা এসএসসি-র জন্যই যোগ্য প্রার্থীদের রাস্তায় বসে থাকতে হচ্ছে।

1010
কলকাতা হাইকোর্টের রায়

গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সেই রায় দিয়েছিল। যার কারণে একধাক্কায় ২৫৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos