গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগের জেরে বেশ ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনাকে। রবিবার সকালেও ভারী মাত্রায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সুন্দরবন এলাকায় বৃষ্টি ও ঝড়ের তীব্রতা বেশী।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগের জেরে বেশ ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনাকে। রবিবার সকালেও ভারী মাত্রায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সুন্দরবন এলাকায় বৃষ্টি ও ঝড়ের তীব্রতা বেশী। উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে কাঁচাবাড়ি, উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ঘরের মধ্যে ঢুকেছে জল। জলমগ্ন একাধিক নিচু রাস্তা। সমুদ্রের উত্তাল ঢেউ নামখানার একাধিক নদী বাঁধ ভেঙে দিয়েছে। জলপুলিশের পক্ষ থেকে মাইকিং সতর্কতা করা হচ্ছেউপকূলবর্তী এলাকায়। জেলার নামখানা, সাগর, ডায়মন্ড হারবার সহ একাধিক ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।