নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। গতকাল শুক্রবার দফায় দফায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের জেরে ব্যাপক দুর্যোগ। টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক নীচু এলাকা।
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। গতকাল শুক্রবার দফায় দফায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের জেরে ব্যাপক দুর্যোগ। টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক নীচু এলাকা। সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট ছিল ঘন্টা ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, দোকানপাট, গাছ, ইলেকট্রিক পোস্ট, পানের বরজ ভেঙে পড়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা ব্লক। নামখানার হরিপুরে হাজরা বাজারে দুর্যোগের জেরে ভেঙে পড়েছে প্রায় ২০ থেকে ২৫ টি দোকান ঘর। এই এলাকায় বেশ কয়েকটি কাঁচা বাড়িও ভেঙে পড়েছে। রাস্তার উপর ভেঙে পড়ে রয়েছে বড় বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি। ভারি বৃষ্টির মধ্যে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে।