Web Desk - ANB | Published : May 24, 2023 4:01 AM IST / Updated: May 24 2023, 12:57 PM IST

Higher Secondary education Live Updates: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, একমাত্র প্রথম নরেন্দ্রপুরের শুভ্রাংশ সর্দার

সংক্ষিপ্ত

মাধ্যমিকের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল। বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। এই বছর, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। আজ ফল প্রকাশ ল হলেও মার্কশিট মিলবে ৩১ মে।

12:55 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: উচ্চমাধ্যমিকে এরা হলেন এই বছরের টপার

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। শুভ্রাংশু সর্দার ৯৯.২ শতাংশ পেয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে বাঁকুড়ার সুষমা খান ও আবু সামা। উভয়েরই ৯৯ শতাংশ নম্বর রয়েছে। এই বছর তৃতীয় স্থানে ছিল চারজন শিক্ষার্থী।চন্দ্রবিন্দু মাইতি, অনসূয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক চার জনেরই ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে।

12:34 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: তৃতীয় স্থানে তমলুক, আলিপুরদুয়ার ও বালুরঘাট থেকে

 

উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চন্দ্রবিন্দু মাইতি, অনসূয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক চার জনেরই ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে।

12:28 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: দ্বিতীয় স্থানে সুষমা পাল ও আবু সামা

 

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা

12:23 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: প্রথম স্থান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

প্রথম ১০-এর মধ্যে আছে ৮৭ জন ছাত্রছাত্রী। হুগলী থেকে ১৮ জন। প্রথম স্থান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬, ৯৯.২%।

12:21 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ

 

২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬-২৯ ফেব্রুয়ারি, সকাল ১০টার বদলে ১২ টা থেকে ৩:১৫ পর্যন্ত পরীক্ষা।

12:20 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: পাশ করেছে ৭ লক্ষ ৩৭ ৮০৭ জন ছাত্রছাত্রী

 

৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে ৭ লক্ষ ৩৭ ৮০৭। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।

12:16 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা

 

১ লক্ষ ২৭ হাজার, ১৪.১৮% বেশি ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত পরীক্ষার খাতা পরীক্ষা করতে দেওয়া যাবে। ৯১.৮৬% ছেলেরা, মেয়েদের পাশের হার ৮৭.২৬%

12:03 PM (IST) May 24

Higher Secondary education Live Updates: অপেক্ষা শীঘ্রই শেষ হবে

পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। লেটেস্ট আপডেটের জন্য এই পেজে থাকুন।

11:36 AM (IST) May 24

Higher Secondary education Live Updates: তিনটি স্ট্রিমের ফলাফল প্রকাশ করা হবে

পশ্চিমবঙ্গ বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিনটি ধারার ফলাফল একই সঙ্গে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে। শীর্ষস্থানীয়দের নামের সঙ্গে, পাশের শতাংশও থাকবে।

10:37 AM (IST) May 24

Higher Secondary education Live Updates: এই অ্যাপ্লিকেশন থেকেও ফলাফল দেখা যাবে

পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিকের ফলাফল এই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে দেখা যাবে। এর নাম WBCHSE Results 2023। আপনি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

10:10 AM (IST) May 24

WBCHSE WB HS ফলাফল 2023 লাইভ: ফলাফল এই সময়ে আসবে

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ ১২ টায় প্রকাশিত হবে। মুক্তির পরে, তারা অফিসিয়াল ওয়েবসাইটে wbresults.nic.in এবং wbchse.wb.gov.in-এ চেক করা যাবে।

09:41 AM (IST) May 24

পরীক্ষা শেষের ৫৮ দিনের মধ্যেই ফল প্রকাশ

১৪ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়্ছিল এবং শেষ হচ্ছে ২৭ মার্চ। এই বছর সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী যা ২০২২ সালের থেকে ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।