
Nadia News Today : নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার খাটুরা পাড়ায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পরিবারের হিন্দু ধর্মের ঐতিহ্য ভেঙে মুসলিম ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করল প্রথম বর্ষের কলেজ পড়ুয়া রিয়া বিশ্বাস। এরপর আর সম্পর্ক রাখতে চাননি রিয়ার পরিবার।
Nadia News Today : শেষমেশ চরম সিদ্ধান্ত নেয় রিয়ার আত্মীয়রা। জীবিত মেয়েকে 'মৃত' ঘোষণা করে শ্রাদ্ধের আয়োজন করেন তার কাকা সোমনাথ বিশ্বাস। পুরোহিত ডেকে নিয়মমাফিক শ্রাদ্ধ সম্পন্ন করা হয়। রিয়ার ছবিতে মালা পরানো হয়, আগুনে পুড়িয়ে ফেলা হয় তার যাবতীয় নথিপত্রও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে সামাজিক বিচ্ছেদ ও ধর্মীয় অসহিষ্ণুতার ভয়াবহ নিদর্শন বলেও মন্তব্য করেছেন।