গভীর রাতে ইসলামপুর শহরের একাধিক মন্দিরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মূর্তি ভাঙচুর করে । ঘটনা জানাজানি হতেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বাসিন্দারা ।
গভীর রাতে ইসলামপুর শহরের শিবদাঙি পাড়ায় কালীর মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ | অন্যদিকে মিলনপল্লী এলাকার অষ্টপ্রহরের রাধাকৃষ্ণর মূর্তি ভাঙচুর করা হয়েছে | এদিনের দুই ঘটনায় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে | প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা | পুলিশ প্রশাসনের থেকে আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেয় |