
Barasat : টাকার দাবিতে বারাসাতে গৃহবধূ সুমিতা সরকারকে খুনের অভিযোগ। গ্রেফতার স্বামী সৌম্য দত্ত। অভিযুক্তের ফাঁসির দাবিতে বাড়ি ভাঙচুর ও প্রতিবাদ মিছিলে উত্তাল অশ্বিনী পল্লী এলাকা।
Barasat : টাকার দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বারাসাতের অশ্বিনী পল্লী এলাকা। মৃত গৃহবধূর নাম সুমিতা সরকার। এই ঘটনায় ইতিমধেই অভিযুক্ত স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ।
মৃত সুমিতা সরকারের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার দাবিতে তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন স্বামী সৌম্য দত্ত। তাঁদের দাবি, টাকার জন্য সুমিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্তের পরিবারের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ এনেছেন তাঁরা।
এদিকে এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবিতে সরব হন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের চেষ্টা করেন। তাঁদের দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডে শুধু স্বামী একা নয়, পরিবারের অন্যান্য সদস্যরাও সমানভাবে জড়িত। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় একটি বিশাল প্রতিবাদ মিছিলও করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অভিযুক্ত স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করলেও পরিস্থিতি এখনও যথেষ্ট থমথমে। এলাকাবাসীর দাবি, পরিবারের বাকি সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।