২০২৬ সাল কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের? জ্যোতিষ বলছে শুরু হবে বুধের মহাদশা

Published : Dec 26, 2025, 12:33 PM IST

কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর। রাজ্যে ভোট রয়েছে আগামী বছর। তাই এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে। তৃণমূল কংগ্রেস একক ভাবে ক্ষমতা দখল করতে পারবে না ক্ষমতায় আসবে বিরোধী দল বিজেপি - সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

PREV
16
রাজ্যে গুরুত্বপূর্ণ ২০২৬ সাল

রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ২০২৬ সাল। রাজ্যে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার। এবার তৃণমূল কংগ্রেস যদি নবান্ন দখল করে তাহলে টানা চারবার তৃণমূলের হাতে থাকবে রাজ্যের ক্ষমতা।

26
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাশি

একটি অ্যাস্ট্রোলজির সাইট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ জানুয়ারি ১৯৫৫ সালে জন্ম। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রচুর উচ্চাকাঙ্খা রয়েছে। তবে সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তাঁর ব্যবসায়িক বুদ্ধি তেমন নয়। তবে সাহিত্য প্রতিভা তুঙ্গে। তিনি আবেগপ্রবণ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পয়সার বিষয়ে বিচক্ষণ ও সতর্ক থাকেন। তিনি ছোটখাট বিষয়ে টাকা খরচ করতে রাজি নন।

36
কেমন যাবে ২০২৬?

এখন প্রশ্ন কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর। রাজ্যে ভোট রয়েছে আগামী বছর। তাই এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে। তৃণমূল কংগ্রেস একক ভাবে ক্ষমতা দখল করতে পারবে না ক্ষমতায় আসবে বিরোধী দল বিজেপি - সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ দীর্ঘ দিন সরকারে থাকায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে পারে অনেকের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখনও তেমন প্রশ্ন ওঠেনি।

46
জ্যোতিষের ভবিষ্যদ্বাণী

দেশের প্রথম সারির জ্যোতিষদের মধ্যে একজন হলেন অঙ্কিত অগ্নিহোত্রী। চলতি বছরের মাঝামাঝি তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেখানেই তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন। তাই অঙ্কিতের ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন উঠছে তবে কি মমতা বিদায় নেবেন ২০২৬ সালের বিধানসভা ভোটেই?

56
অঙ্কিতের ভবিষ্যদ্বাণী

২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত। তিনি ১০০% গ্যারেন্টিও দিয়েছেন। বাংলায় পরির্তন হবে। তিনি বলেছেন বাংলার ক্ষমতা দখল করবে বিজেপি। অঙ্কিত বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডলি বলছেন এটাই তাঁর শেষ নির্বাচন লড়াই। তারপর রাজ্য বা কেন্দ্রে কোনও রাজনীতিতেই সক্রিয় থাকবেন না মমতা। তিনি বলেছেন, মমতার কুণ্ডলী অনুযায়ী ওনার বুধের মহাদশা শুরু হবে।

66
কে অঙ্কিত

পেজ অ্যাস্ট্রোম্য়ানিয়েতে সেটি তিনি পোস্ট করেছে। ভারতের শীর্ষস্থানীয় অ্যাস্ট্রোলজি ইন্সিনিটিউট ভারতীয় বিদ্যাভবন থেকে স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী অঙ্কিত অগ্নিহোত্রী। তাঁর ফেসবুকে অনুগামীর সংখ্যা প্রায় ৫৩ হাজার। শুধু মমতা নয়, একাধিক রাজ্যনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায় নয়। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটির ভবিষ্যৎ তিনি বলেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories