পাহাড়ে ঘুরতে গিয়ে বাঙালি যুবকের সঙ্গে মর্মান্তিক ঘটনা, হোমস্টের ছাদ থেকে পড়ে মৃত্যু

Published : Aug 18, 2025, 09:50 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

North Bengal News: পাহাড়ে ঘুরতে গিয়ে বাঙালি পর্যটকের সঙ্গে মর্মান্তিক ঘটনা। প্রাণ হারালেন হাওড়ার যুবক। কী ঘটেছিল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

North Bengal News: ডাউহিলের হোম-স্টেতে হাড়-হিম করা ঘটনা। ছাদ থেকে পড়ে মারা গেলেন হাওড়ার যুবক। বর্ষার মরশুমে পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের। কার্সিয়ঙের একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের হোম স্টে-তে রহস্যজনক ভাবে মারা গেলেন হাওড়ার বাসিন্দা। ডাউহিল পাহাড়ের ওপর হোম স্টে থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, বছর ২৬-এর সপ্তনীল হাওড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার ডাউহিল রোডের এই হোম স্টে-তে ৬ জন এসে ওঠেন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা ছিলেন। সকলেই কলেজের বন্ধু বলে পুলিশ সূত্রে খবর। সোমবারই হাওড়ায় ফেরার কথা ছিল তাঁদের।

এদিন ভোর ৫টা নাগাদ ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, আওয়াজ পেয়ে ছুটে যান অনেকেই। দেখেন, হোম স্টে-র সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন হাওড়ার ওই যুবক। কার্সিয়ং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পড়ে গিয়ে মৃত্যু, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে, খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।

যুবকের বাড়ি থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বন্ধুরা পুলিশকে কী জানিয়েছে, তাও স্পষ্ট করেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও মৃত্যুর ধরন দেখে ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টুকুই জানা গিয়েছে। এর পিছনে আর কিছু রহস্য আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল ফরেস্ট পাইনে ঘেরা এক গ্রাম। সবসময়ই আলোআঁধারির খেলা। মেঘের লুকোচুরি। আর সন্ধে পেরোলেই গা-ছমছমে নৈঃশব্দ। এই জায়গা নিয়ে রয়েছে নানা ভৌতিক গল্পও।ঘন অরণ্যের মাঝে ছোট্ট পাহাড়ি গ্রামে পর্যটকের আনাগোনা আজকাল লেগেই থাকে। বাঙালি ট্যুরিস্ট দলের পছন্দের জায়গা এই ডাউহিল। আর সেখানেই এমন দুর্ঘটনায় আতঙ্কিত অনেকেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন