humayun Kabir on mamata banerjee: বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেবের মাজার জিয়ারত করেন হুমায়ুন কবীর। তারপর জাতীয় কংগ্রেসের নেতা পীরজাদা খোবায়েব আমিনের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বৈঠক। মমতা, অভিষককে তার বিরুদ্ধে সরাসরি ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন হুমায়ন কবীরের। পাশাপাশি বললেন 'তৃণমূল ৭৫টি আসন টপকাতে পারবে না'।