sir update voter card recovery : রাজ্যে SIR আবহের মধ্যে রাস্তার ধারে ছড়িয়ে–ছিটিয়ে কয়েকশো ভোটার আই কার্ড। চাঞ্চল্য নদীয়ার নবদ্বীপের প্রতাপনগরে। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে ভোটার আই-কার্ড উদ্ধার করে নিয়ে যায়।