'কেন্দ্রের সরকারি চাকরি খুঁজে নিন, অনেক বেশি ডিএ পাবেন। আমাকে দুর্বল ভাববেন না, আমি দুর্বল নই। মামলার জেরে বিভিন্ন দফতরে নিয়োগ বন্ধ হয়ে গেছে। ডিএ কিন্তু বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। ১২৬% ডিএ তবুও আমরা দিয়েছি।
'কেন্দ্রের সরকারি চাকরি খুঁজে নিন, অনেক বেশি ডিএ পাবেন। আমাকে দুর্বল ভাববেন না, আমি দুর্বল নই। মামলার জেরে বিভিন্ন দফতরে নিয়োগ বন্ধ হয়ে গেছে। ডিএ কিন্তু বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। ১২৬% ডিএ তবুও আমরা দিয়েছি। সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটির লোকেরা বসে রয়েছেন।' চাকরি হারানো নিয়ে ডিএ আন্দোলনকারীদের দুষলেন মুখ্যমন্ত্রী।