
SIR-এর আবহেই অবাক করা কাণ্ড দিনহাটায়। ফাঁস হয়ে গেল বাংলাদেশের এক মহিলার কাছে থাকা তাঁর বেআইনি পরিচয়পত্র। নিজেকে কখনও বাংলাদেশি কখনও ভারতীয় বলে দাবি করতেন।
SIR-এর আবহেই অবাক করা কাণ্ড দিনহাটায়। ফাঁস হয়ে গেল বাংলাদেশের এক মহিলার কাছে থাকা তাঁর বেআইনি পরিচয়পত্র। নিজেকে কখনও বাংলাদেশি কখনও ভারতীয় বলে দাবি করতেন। সূত্রের খবর গত লোকসভা নির্বাচনেও তিনি ছিলেন বৈধ ভোটার। এর জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।