বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঠাণ্ডা মাথায় স্বামীকে খুন করল স্ত্রী। বটির এক কোপেই খুন স্বামী! দেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখার অভিযোগ। নদীয়ার হরিণঘাটা থানার মোল্লা বেলিয়া এলাকার ঘটনা।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঠাণ্ডা মাথায় স্বামীকে খুন করল স্ত্রী। বটির এক কোপেই খুন স্বামী! দেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখার অভিযোগ। নদীয়ার হরিণঘাটা থানার মোল্লা বেলিয়া এলাকার ঘটনা। মৃতের নাম আজিজুল মন্ডল (৪৫)। বাবাকে খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী নাবালিকা মেয়ে সব জানিয়ে দিল পুলিশকে। এরপরেই আটক স্ত্রী হামিদা বিবি। 'কাকা ও মা মিলে বটির কোপ মারে বাবার মাথায়' জানাল নাবালিকা। পলাতক কাকা সমীর ঘোষ। তদন্তে হরিণঘাটা থানার পুলিশ।