বাংলাদেশি নাগরিকের মামলায় আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট

Published : Feb 17, 2025, 06:44 PM IST
CALCUTTA HIGH COURT

সংক্ষিপ্ত

বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্না শীলকে এক বছর আগে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের অভিযোগ ছিল তারা বাংলাদেশি। জাল আধার কার্ড ও জাল ভোটার কার্ড তৈরি করে এই দেশে রয়েছে। 

ভোটার কার্ড (Voter card) ও আধার কার্ড (Aadhar card) নিয়ে বড় মন্তব্য কলকাতা হইকোর্টের (Calcutta High Court)। ভোটার কার্ড ও আধার কার্ড- এই দুটি কার্ডই ভারতীয়দের পরিচয়পত্র হিসেবে গণ্য হয়। সোমবার কলকাতা হাইকোর্ট জাল মামলায় এই পরিচয়পত্র নিয়েই বড় কথা বলেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ বলেছে, 'আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি?'

বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্না শীলকে এক বছর আগে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের অভিযোগ ছিল তারা বাংলাদেশি। জাল আধার কার্ড ও জাল ভোটার কার্ড তৈরি করে এই দেশে রয়েছে। সোমবার তাদেরই জামিন মামলা উঠেছিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেখানেই আদালতের পর্যবেক্ষণ, 'আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? এই রকম জাল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশির আছে। ওজের আবার কেউ কেউ এই দেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেয়।' কলকাতা হাইকোর্ট আরও বলেছে,আমেরিকা ছেকে যাদের বের করে দিচ্ছে তাদের মধ্যেই এই একই ঘটনা দেখা যাচ্ছে।

এদিন মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, ইমিগ্রেশন দফতর থেকে কেউ উত্তর দেয়নি। ফলে পাসপোর্ট জাল করেছে, কীভাবে এটি প্রমাণিত হয়েছে? জানা গিয়েছেন ২০১০ সালে এদেশে আসে এই পরিবার। ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যামেন্ড অ্যাক্ট ২০১৯ আইনের ধারা ২ অনুযায়ী ২০১৪ সালের আগে এই দেশে যারা এসেছে তাদের এদেশের নাগরিক বলে গণ্য করা হবে। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্তদের আইনজীবী। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিচারপতি। বর্ধমানের ওই দম্পতির জামিন খারিজ করে দেয় আদালত।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'মমতা আগুন নিয়ে খেলছেন', হুমায়ুনকে দিয়ে মরুকরণের রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির
Humayun Kabir: ‘মসজিদের একটাও ইট খুলতে দেব না!’ মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার হুমায়ুনের