নভেম্বরের শেষে শীত শুরু হলেও মাঝে তাপমাত্রা বেড়েছিল। মৌসম ভবন জানিয়েছে, বীরভূমের শ্রীনিকেতনে মরশুমের প্রথমবার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে এবং কলকাতাতেও পারদ ১৫ ডিগ্রির নীচে। আগামী সাতদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া ও কুয়াশার পূর্বাভাস রয়েছে।
নভেম্বরের শেষেই এবার শুরু হয়ে গিয়েছিল শীতের ব্যাটিং। মাঝে যদিও আবহাওয়ার বদল হয়। সামান্য হলেও বেড়েছিল আবহাওয়া। কিন্তু, ফের শহরে অনুভূত হচ্ছে কনকনে হাওয়া। সদ্য আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল দিল্লির মৌসম ভবন। দিল আবহাওযার পূর্বাভাস। জেনে নিন কেমন থাকবে শহরের আবহাওয়া।
25
দিল্লির মৌসম ভবন IMD-র জানিয়ে দিল, বীরভূমের শ্রীনিকেতনে এই মরশুমে প্রথমবার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামল। রবিবার সেখানে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি।
35
বাংলার সব জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলোতে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রাথাকবে ৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতেও তাপমাত্র নেমেছে। ১৫ ডিগ্রির নীচে চলে গিয়েছে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওযা থাকবে। তবে, উত্তপ ও দক্ষিণের প্রায় সব জেলায় কুয়াশার সম্ভাবনা আছে। এফ ফলে দৃশ্যমানতা কমতে পারে।
55
ভারতের অন্যান্য রাজ্যেও শীত পড়েছে জাঁকিয়ে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুরে শীত পড়েছে জাঁকিয়ে। সেখান আরও ঠান্ডা পড়তে পারে বলে খবর।